‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ এই স্লোগানকে সামনে রেখে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। সোমবার (৬ মে) নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়।
এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার জানান, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সড়কে সৌন্দর্যবর্ধনের জন্য বনায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করবে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ আসনের এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফুটপাতসহ সড়কের সার্ভিসলেন সাধারণ মানুষদের চলাচল নির্বিঘ্ন করতে বৃক্ষরোপণের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদসহ থানা পুলিশের অন্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিএইচ